অতৃপ্ত আত্মার কাঁচারক্তের প্রতি লোভ কি আপনাকে ধ্বংস করবে? | bengali horror podcast \ @TM.studio527

অতৃপ্ত আত্মার কাঁচারক্তের প্রতি লোভ কি আপনাকে ধ্বংস করবে? | bengali horror podcast \ @TM.studio527

519 Lượt nghe
অতৃপ্ত আত্মার কাঁচারক্তের প্রতি লোভ কি আপনাকে ধ্বংস করবে? | bengali horror podcast \ @TM.studio527
অতৃপ্ত আত্মার কাঁচারক্তের প্রতি লোভ কি আপনাকে ধ্বংস করবে? @BlackInventionMovies -------------------------------------------------------------------------------------------------- অতৃপ্ত আত্মার কাঁচা রক্তের প্রতি লোভ চরিত্র নাম: সন্যাসী ওয়ার্ক : প্রাইভেট জব . রিতোজা: সন্যাসী এর স্ত্রী আপু : সন্ন্যাসী এর সন্তান . -------------------------------------------- গল্পের প্রেক্ষাপট : মধ্যবর্তী ঘরের সুঠাম চেহারার এক পুরুষ বয়স টার ৩৯. পরেরবার এর ভার তার কাঁধে . মধ্যবর্তী হওয়ার দরুন পড়াশুনা বেশি দূর করতে পারেনি সন্ন্যাসী . আগরপারা তে তার বাড়ি ,নতুন বাড়ি ভাড়া তে গিয়েছে তারা . পরেরবার বলতে তার স্ত্রী রিতুজা এবং তার এক সন্তান বয়স ১ বছর নাম তার অপু প্রাইভেট জব অর্থ সিকিউরিটি গার্ড এর কাজ করায় তার সিফটিং ডিউটি চলে , সেদিন ছিল সন্ন্যাসী এর দিন শিফট , রাত এ ছুটি তার , কাজ এর জায়গা থেকে বেরোতে বেজে যেয়ে রাত ৯ টা . সেইদিন সন্ন্যাসী ট্রেন রুট আর ধোঁকে নি , বাস ধোরে চলে আসে ডানলপ , সেই খান থেকা অটো ধরে চলে আসে কামারহাটি রোড , সে ডিসাইড করে সে জঙ্গলে পেরিয়ে আগরপারা স্টেশন ক্রস করবে . কামারহাটি রোড থেকে একটু এগিয়ে গেলেই পরে সেই জঙ্গল , জঙ্গল দিয়ে যখন সে যাচ্ছিলো সে অভাব করে কেউ টার পিছু ধরছে , সে তবুও পেছনে ফেরে নি কারণ অলরেডি 12 টা বাজতে চলেছে , মোবাইল এ চার্জ না থাকায় সে ফোন করে জিগ্গেস করতে পারবে না বাড়ির খবর . সে ভাবতে থাকে হয়েত রিতুযা চিন্তা করছে , এরকম অনুভব করতে করতে সে জঙ্গল পেরিয়ে সে আগরপারা স্টেশন এর সামনে পৌঁছায় , সে অনুভব করে তার কাঁধে কাউ নিশ্বাস ফেলছে , মনে হয় খাও তাকে ধরছে সে ভয় পে এক দৌড়ে রেল লাইন পার করে ফেলো অতিরিক্ত ভয় পাওয়ার ফোলে সে রেল লাইন পার করার পর পাথর পা বেঁজি সে পরে জায় . সে সময় স্টেশন দিয় ট্রেন পাশ করে যায় . সে চিন্তা করে খুব বড়ো জোরে সে বেছেছে , তার গা ভারী হয়ে আসে . ব্যথা টা খুব ভালোই পেয়েছে সন্ন্যাসী . বাড়ির সামনে আসায় সে দেখতে পায়ে তার স্ত্রী রিতুযা তার সন্তান কে ঘুম পারাচ্ছে . দূর থেকে স্ত্রী রিতুযা সন্ন্যাস দেখে বুঝতে পারে যে তার কিছু হয়েছে . এরপরে রাত নেমে আসে রাতের খাওয়ার নিয়ে এসে পরিবেশ করে স্ত্রী রিতুযা , কিন্তু সেদিন সন্ন্যাসী কে দেখে সাধারণ লাগছিল না, কারণ সন্ন্যাসী কেমন যেনো চুপ চাপ হয়ে রয়েছে . রাত এ খাওয়ার পরিবেশন করার পর রিতুযা লক্ষে করে সন্ন্যাসী যেনো কেমন করে খাচ্ছে , মনে হয় যেনো কতদিন খেতে পায়ে নি ,স্ত্রী রিতুযা জিগ্গেসা করায় সন্ন্যাসী বলে ওরে“ আজকে অনেকটা হেঁটেছি বড্ড খিদে পেয়ে গেছে আমার “ | খাওয়া শেষ হলে তারা হাত ধুতে বাইরে যায় , সেখানে রিতুযা এর হাত মুখ ধুয়ে নেবার পর সে লক্ষে করে সন্ন্যাসী কেমন অন্ন মানুষকেও হয়ে দাঁড়িয়ে আছে , রাত তখন 1:30 টা . স্ত্রী জিগ্গেসা করায় সন্ন্যাসী বলে ওরে“তুমি ঘোরে যাও আমি কিছুক্ষণ পরে আসছি “ . কিছুদিন ধরে সন্ন্যাসী এর এক অদ্ভুত আচরণ লক্ষ করে স্ত্রী রিতুযা , স্ত্রী লক্ষ করে যে স্বামী কাজ এ জাওয়া ছেড়ে দিয়েছে , সন্তান আপু তার বাবা কে দেখলেই পচুর কান্না করে শুরু করে দিচ্ছে . এরপর স্ত্রী তার পরিবারের লোকের সাথে কথা বলে স্বামী সন্ন্যাসী কে ঠাকুরবাড়ি নিয়ে জাওয়ার সিদ্ধান্ত নেয় . ঠাকুর বাড়িতে নিয়ে যেতেই পুরোহিত ধোরে ফেলে সন্ন্যাসী এর সাথে কি ঘটছে সেই ঘটনা , তিনি বুঝতে পারেন সন্ন্যাসী এর ভেতর বসা বেঁধেছে এক অতৃপ্ত আত্ম জার লোভ শুধু কাচা রক্তের প্রতি , সেই আত্ম কে বেরোতে বলায় সে বলে আমার যা আব্দার তা মিটিয়ে দিলেই আমি বেরিয়ে যাবো , কিন্তু পুরোহিত আব্দার টা জানতে চাইলে আত্ম টি টা বলে নি . কিছুক্ষণ পর সন্ন্যাসী অজ্ঞান হয়ে পড়ে যেয়ে , পুরোহিত স্ত্রী রিতুযা কে একটি তাবিজ দেয় . পরের দিন সকালে ঘুম ভাঙ্গে সন্ন্যাসীর , বেশ সুন্দর এবং ফুরফুরে লাগছিল তার , বারান্দায় গিয়ে একটি সিগারেট জ্বলায় সে . এবং সে ভাবে অনেকদিন বাজার এ জাওয়া হয় না . আজকে যাবো , সন্ন্যাসী টার স্ত্রী এবং সন্তান কে ঘুম থেকে তুলতে জায় , এবং সে আচ্ছোমকা অদ্ভূত ভাবে হাসতে থাকে , তার স্ত্রী এবং বাচ্চার মৃতদেহ পরে বিছানার ওপরে এবং রক্তে এসে গেছে ঘর হাসতে হাসতে সন্ন্যাসী ও গিয়ে তাদের উঠোনে কুয়ো তে গিয়ে ঝাঁপ দেয় … সেই অতৃপ্ত আত্ম তার কাঁচা রক্তের লোভ মিটিয়ে গেছে . Vocal - Aditya Ghosh @TM.studio527 presents . instagram - https://www.instagram.com/blackinventionmovies?utm_source=ig_web_button_share_sheet&igsh=ZDNlZDc0MzIxNw== . facebook - https://www.facebook.com/share/14AZ7mWWuS/ . g-mail - [email protected] . HASHTAGS - #horror #horrorstories #ghost #scarystories #scary #horrortok #paranormalactivity #horrorpodcast #scarystory #horrorshorts #ghostpodcast #podcast #sundayspecial #sundaysuspense #poetry . tags - bengali horror podcast